Navigation
Latest News

চীনের কুমনিং শহরের মেয়রের আমন্ত্রণে সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন শিলিগুড়ি শহরের মেয়রের শ্রী অশোক ভট্টাচার্য্য।  তার প্রতিনিধি দলের সদস্য হিসেবে এই সফরে ছিলেন পৌর কর্পোরেশনের চেয়ারম্যান শ্রী দিলীপ সিং ও মেয়র পরিষদ সদস্য শ্রী শরবিন্দু চক্রবর্তী। 


আগামী ১৯সে জুন, ২০১৭, সোমবার বিকেল ৪.৩০টায়  আয়োজিত এক  আলোচনা সভায়, মাননীয় মেয়র  ও প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা তাদের চীন সফরের অভিজ্ঞতা বর্ণনা করবেন।


স্থান: রামকিঙ্কর প্রদর্শনী কক্ষ, দীনবন্ধু মঞ্চ।
আলোচনা সভার বিষয়: চীনের নগরায়ন, নগর অর্থনীতি এবং সাম্প্রদায়িক চীন সফরের অভিজ্ঞতা।


অনুষ্ঠানে  আপনাকে উপস্থিত থাকবার আমন্ত্রণ জানাই।